–>

ব্যথা দিয়ো না_Betha diyo na~lyrics

ব্যথা দিয়ো না খুব কষ্ট হয়_Betha diyo na khub kosto hoy~lyrics 

ব্যথা দিয়ো না_Betha diyo na

ব্যথা দিয়ো না, খুব কষ্ট হয়

 কিছু নষ্ট হয়, অস্পষ্ট হয়
 ব্যথা দিয়ো না, খুব কষ্ট হয়
 কিছু নষ্ট হয়, অস্পষ্ট হয়
  সুরে সুরে গেলে আরো দূরে
 একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়
 যন্ত্রণা দিয়ো না, খুব কষ্ট হয়
 কিছু নষ্ট হয়, অস্পষ্ট হয়
  সারারাত জেগে জেগে
 আয়না কোনো কথা বলে না
 এতবড় শহর কেনো?
 একটুও রাতে ঘুমাতে দেয় না
 ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না
 তোমাকে বোঝার আগে
 ভুল বুঝে নিলে কথা হলো না
  সারারাত জেগে জেগে
 আয়না কোনো কথা বলে না
 এতবড় শহর কেনো?
 একটুও রাতে ঘুমাতে দেয় না
 ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না
 তোমাকে বোঝার আগে
 ভুল বুঝে নিলে কথা হলো না
  থামিয়ে দিয়ো না যদি চলতে চায়
 কিছু বলতে চায় একটা গল্প হয়
 থামিয়ে দিয়ো না যদি চলতে চায়
 কিছু বলতে চায় একটা গল্প হয়
 সুরে সুরে গেলে আরো দূরে
 একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়
  সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়ে না
 সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাঁটতে যাই না
 শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে
 তুমিও ভাবছো কেনো? এখনি যাবে পথটা ফেলে
  সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়ে না
 সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাঁটতে যাই না
 শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে
 তুমিও ভাবছো কেনো? এখনি যাবে পথটা ফেলে
  হারিয়ে থেকো না যদি ধরতে চায়
 কিছু করতে চায় একটা দৃশ্য হয়
 হারিয়ে থেকো না যদি ধরতে চায়
 কিছু করতে চায় একটা দৃশ্য হয়
  সুরে সুরে গেলে আরো দূরে
 একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়
 যন্ত্রণা দিয়ো না, খুব কষ্ট হয়
 কিছু নষ্ট হয়, অস্পষ্ট হয়
 ব্যথা দিয়ো না, খুব কষ্ট হয়
 কিছু নষ্ট হয়, অস্পষ্ট হয়

এলবাম:রংমিস্ত্রি
কথা,সুর ও কন্ঠ: সহজিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

–>