–>

আলস্য_Aloshyo~lyrics

Aloshyo lyrics in Bengali _আলস্য বাংলা লিরিক্স:

সেই গ্রীষ্মের সকালগুলোতে
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
তখন আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোল
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল

তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও …

আমার মনের এ গোপন পথে
আজও সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হঠাৎ যায় হারিয়ে
আমার মনের গভীরতাকে
অনুভূতির আঙুলে
স্পর্শ করে দেখোনি
স্পর্শ করে দেখোনি

তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও







আলস্য

কন্ঠঃ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (মুভি), অনুপম রায় (অ্যালবাম)
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
মুভিঃ উমা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

–>