–>

পৌষের কাছাকাছি_Pousher Kachakachi by Manna Dey~Lyrics

পৌষের কাছাকাছি বিখ্যাত শিল্পী মান্না দে এর গাওয়া বিখ্যাত একটি গান। এ গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন মান্না দে এর ভ্রাতুষ্পুত্র প্রভাস দে। গানটি সবাই তো সুখী হতে চায় এলবামের পুজো সংখ্যার সাথে যুক্ত হয়ে প্রকাশিত হয়।

Pousher Kachakachi Lyrics by Manna Dey 
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনও,
ফিরে আর আসবে কি কখনও।
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও,
তুমি আর হাসবে কি কখনও।

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে,
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে,
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও,
চোখে আর ভাসবে কি কখনও।

কাব্য কি কথা সে, ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও,
দু'একটি পাখিদের
সে কাকলী শুনবো কি তখনও।

সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে,
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভালো আর বাসবে কি কখনও,
ভালো আর বাসবে কি কখনও।
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও,
ফিরে আর আসবে কি কখনও,
ফিরে আর আসবে কি কখনও।



পৌষের কাছাকাছি লিরিক্স 
Pousher kachakachi rod makha sei din
Phire ar ashbe ki kokhono
Fire ar asbe ki kokhono
Khusi ar lojjaar majhamajhi sei hashi
Tumi ar hashbe ki kokhono

Onujog kaar naam na jene
Odhorete kono shara na ene
Dekha ar na dekhar
Kachakachi kono rong
Chokhe ar vashbe ki kokhono
Chokhe ar bhashbe ki kokhono

Kabbo ki kotha se,vabbo ki bilashe
Mayajal bunbo ki kokhono
Du ekti pakhi der se kakoli 
Sunbo ki kokhono

Se batash bashi ki go bajabe
Se abesh mone mone sajabe
Bojha ar na bojhar kacha kachi kono gan
Tumi ar gaibe ki kokhono
Tumi ar gaibe ki kokhono.

কন্ঠ:মান্না দে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

–>