–>

Sobai to sukhi hote cay_সবাই তো সুখী হতে চায়~Lyrics

সবাই তো সুখী হতে চায় লিরিক্স: 

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না।।

আশায় আশায় তবু এই আমি থাকি
যাদি আসে কোন দিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রানে সয়না।।

ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়;

আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হাড়াবো;
এই চেয়ে থাকা আর প্রানে সয়না।।


 



কথাঃ জহর মজুমদার
সুরঃ প্রভাস দে
কন্ঠঃ মান্না দে
রেকর্ড :১৯৮২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

–>